গুরই ইউনিয়নের প্রবেশ পথ হিলচিয়া ব্রীজ হতে মঠভাঙ্গা পযর্ন্ত (এলজিইডি) পাকা রাস্তা রয়েছে। নিকলী হতে গুরই প্রবেশ করতে মঠভাঙ্গা পযর্ন্ত সাবামার্সেবল যেই রাস্তাটি রয়েছে সেটি অনেক বছর যাবৎ জরার্জীন অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় গুরই ইউনিয়নের প্রত্যেক গ্রামের ভিতরে পাকা রাস্তা রয়েছে, দু এক জায়গায় এখনও আধা পাকা কাচাঁ রাস্তা আছে। সর্বোপরি যোগাযোগ ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক উন্নত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস